লোড হচ্ছে..., লোড হচ্ছে..., লোড হচ্ছে...

যোহরের নামাজ আদায় করার নিয়ম এবং প্রয়োজনীয় আমল সমুহ

 যোহরের নামাজ ইসলামের পাঁচটি ফরজ নামাজের মধ্যে অন্যতম। এটি দিনের দ্বিতীয় নামাজ, যা সূর্য মধ্যাকাশ অতিক্রম করার পর থেকে শুরু হয় এবং বিকালের আগ পর্যন্ত আদায় করা হয়। যোহরের নামাজ চার রাকাত ফরজ হিসেবে পড়া হয়, তবে এর আগে চার রাকাত সুন্নত এবং পরে দুই রাকাত সুন্নত ও দুই রাকাত নফল নামাজ পড়তে হয়। যোহরের নামাজ দিনব্যাপী আল্লাহর স্মরণে মনোনিবেশ করার সুযোগ এনে দেয়, কর্মব্যস্ত দিনের মাঝেও আল্লাহর কাছে আত্মসমর্পণ এবং ইবাদতের মাধ্যমে মানসিক প্রশান্তি অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এটি।


যোহরের নামাজ আদায় করার নিয়ম এবং প্রয়োজনীয় আমল সমুহ CCRTIMES



যোহরের নামাজ আদায় করার পর নিম্নোক্ত আমল সমূহ করে ফেলতে পারেন যদিও এ ব্যাপারে কোন বাধ্যবাধকতা নেই।

১.সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার

২. সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস,সূরা ফালাক

৩. আয়াতুল কুরসিঃ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল ক্বইয়্যুমু লা তা খুজুহু সিনাত্যু ওয়ালা নাউম। লাহু মা ফিছছামা ওয়াতি ওয়ামা ফিল আরদ্। মান যাল্লাযী ইয়াস ফায়ু ইন দাহু ইল্লা বি ইজনিহি ইয়া লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খল ফাহুম ওয়ালা ইউ হিতুনা বিশাই ইম্ মিন ইল্ মিহি ইল্লা বিমা সাআ ওয়াসিয়া কুরসিইউ হুস ছামা ওয়াতি ওয়াল আরদ্ ওয়ালা ইয়া উদুহু হিফজুহুমা ওয়াহুয়াল আলিয়্যূল আজীম।

৪.সূরা বাকারার শেষ দুই আয়াতঃ

২৮৫. আমানুর-রাসুলু বিমা উংজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মু’মিনুন। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালা-ইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, লা নুফার-রিকু বাইনা আহা’দিম-মির রুসুলিহি। ওয়া ক্বালু সামি’না, ওয়া আত্বা’না, গুফরা নাকা, রাব্বানা ওয়া ইলাইকাল মাসির।

২৮৬. লা ইউ কাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উস-আ’হা। লাহা মা কাসাবাত ওয়া আ’লাইহা মাক তাসাবাত। রব্বানা লা-তু আখজিনা-ইন্না সিনা- আও আখত্বা’না। রাব্বানা ওয়ালা তাহ’মিল আ’লাইনা ইসরান কামা হা’মালতাহু আ’লাল্লাজিনা মিন ক্বাবলিনা। রব্বানা ওয়ালা তুহা’ম্মিলনা মা-লা ত্বাকাতালানা বিহ। ওয়াআ’ফু আ’ন্না, ওয়াগ ফিরলানা, ওয়ার হা’মনা। আংতা মাওলানা, ফানছুরনা আ’লাল ক্বাওমিল কাফিরিন। (আমিন)।

৫. সূরা ইয়াসিন*

৬. রোগমুক্তির জন্যঃ ওয়া ইজা মারিদতু ফা হুয়া ইয়াশফি-নি।

অর্থ : যখন আমি রোগাক্রান্ত হই, তখন তিনিই আরোগ্য দান করেন।


৭. হালাল উপার্জনের জন্য দোয়াঃ রাব্বি ইন্নি লিমা- আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির।

অর্থ : হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবে, আমি সেটার মুখাপেক্ষী। (সুরা আল-কাসাস, আয়াত : ২৪)

NextGen Digital... Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...