রংপুর কারমাইকেল কলেজে টানা দ্বিতীয় দিন শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি, ২১ দফা দাবিতে উত্তাল ক্যাম্পাস
রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজে শিক্ষার্থীদের ২১ দফা দাবিতে চলমান আন্দোলনের দ্বিতীয় দিনেও উত্তাল রয়েছে ক্যাম্পাস। রোববার (২৩ জুন) সকাল থেকে হাজারো শিক্ষার্থী পূর্ণাঙ্গ শাটডাউন ও অবস্থান কর্মসূচিতে অংশ নেন। আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন, যার ফলে প্রতিবাদ আরও বেগবান হয়েছে।
সকালে কলেজের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। তারা দাবি বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং কলেজ প্রশাসনের বিরুদ্ধে গড়িমসি ও অনাগ্রহের অভিযোগ তোলেন। আন্দোলনকারীদের অভিযোগ, বারবার জানানো সত্ত্বেও কলেজ কর্তৃপক্ষ দাবিগুলো বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।

এদিন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আন্দোলন প্রসঙ্গে বক্তব্য দেন। তবে তার বক্তব্যে সন্তুষ্ট হতে পারেননি আন্দোলনরত শিক্ষার্থীরা। অনেক শিক্ষার্থী অভিযোগ করেন, অধ্যক্ষ পূর্বের মতোই দায়সারা ও অস্পষ্ট মন্তব্য করেছেন, যা কোনোভাবেই সমাধানমুখী নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “অধ্যক্ষ স্যার প্রতিদিন একই কথা বলছেন। আমাদের মনে হচ্ছে, তিনি আমাদের আন্দোলনকে গুরুত্ব দিচ্ছেন না।”
আন্দোলনকারীরা জানিয়েছেন, “দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন চলবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির ঘোষণা আসতে পারে।” তাদের ২১ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো—শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পরিবহন সুবিধা, আধুনিক গবেষণাগার স্থাপন, নিরাপত্তা জোরদার, পুলিশ ফাঁড়ি স্থাপন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং উন্নত আবাসন ব্যবস্থা নিশ্চিত করা।
শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলন চলছে এবং কলেজ প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সুস্পষ্ট আশ্বাস পাওয়া যায়নি। শিক্ষার্থীরা সাফ জানিয়ে দিয়েছেন—“দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে সরে দাঁড়াবেন না।”
Join the conversation