নির্যাতনের অভিযোগে বাবা-মায়ের বিরুদ্ধে মামলায় মেহরীন
নির্যাতনের অভিযোগে বাবা-মায়ের বিরুদ্ধে মামলায় মেহরীন

ঢাকায় পারিবারিক সহিংসতার অভিযোগে বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করেছেন ইংলিশ মিডিয়ামে পড়ুয়া ১৯ বছর বয়সী তরুণী মেহরীন আহমেদ। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ আজহারুল ইসলামের আদালতে এ মামলা করেন তিনি।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৫ মে সন্ধ্যায় মোহাম্মদপুরের বাসায় মেহরীনকে শারীরিকভাবে আঘাত করেন তার মা জান্নাতুল ফেরদৌস ও বাবা নাসির আহমেদ। এ সময় অশ্লীল ভাষায় গালিগালাজ করে তাকে নিলাফুলা জখম করা হয়।
বাদীর আইনজীবী ইসফাকুর রহমান গালিব জানান, তার মক্কেল পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইনের আওতায় এই মামলা দায়ের করেন। তিনি বলেন, মেহরীন একজন প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও মা-বাবা তার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন এবং মানসিক-শারীরিক নির্যাতন করে যাচ্ছেন।
মেহরীন অভিযোগ করেন, তার ওপর শুধু শারীরিক নয়, মানসিক নির্যাতনও চালানো হচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যবহারেও তাকে বাধা দেওয়া হয় এবং পরিবারের সম্পদ বা সুযোগ-সুবিধা থেকেও তাকে বঞ্চিত করা হচ্ছে।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযুক্ত বাবা-মা—নাসির আহমেদ ও জান্নাতুল ফেরদৌসকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। জানা গেছে, নাসির আহমেদ বাংলাদেশ এটোমিক এনার্জি কমিশনের পরিচালক এবং জান্নাতুল ফেরদৌস বেক্সিমকো গ্রুপের ম্যানেজার পদে কর্মরত।
Join the conversation